গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন ও ভূমিদস্যু স্বপন শেখসহ সকল ষড়যন্ত্রকারী গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত।
১৯ জুন (বৃহস্পতিবার) রাত আটটায় গোবিন্দগঞ্জ পৌর শহরে ছাত্র জনতার ব্যানারে এই মিছিল বের করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণকালে মিছিলকারীরা এসময় ইপিজেড বিরোধী দেশদ্রোহীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে থানা মোড়ে এক পথসভায় বক্তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের পাশাপাশি, অবৈধ দখলদার ভূমিদস্যু স্বপন শেখসহ সকল দখলদারদের গ্রেপ্তারের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন মাকসুদ রহমান, আহসান হাবিব আউয়াল, অধ্যাপক আবু তাহের, অয়ন সুলতান প্রমুখ।
বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে।
মিছিল চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিল সতর্ক অবস্থানে।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher