বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ মেয়াদে ৩৯টি পরিচালক পদের বিপরীতে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ ৩৮ ও স্বতন্ত্র থেকে ১ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
আজ ১ মার্চ সকাল ৯টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ড এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে জয়ী হলেন যারা- মোহাম্মদ আবু সাঈদ ৩৩০৬, মির্জা আলী আশরাফ ৩২৫৮, মাহমুদুল হাসান ৩১৮০, মো. শাহ আলম ৩১৫৯, শামসুল ইসলাম বাহার ৩১৪৮, মো. রেজাউল করিম বাদশা ৩০৮৭, আলহাজ্ব মো: নকিব উদ্দিন ৩০০৬, মো. হুমায়ুন কবীর ২৯৯৩, মুহাম্মদ সাজেদুল ইসলাম ২৯৬২, এম আনোয়ারুল ইসলাম ২৯৩৬, মো. আবদুল হান্নান ২৯০৬, রতন চন্দ্র পাল ২৮৫০, এস, এম লুৎফর রহমান ২৮২৩, ড. মুহাম্মদ আবদুল আজিজ ২৮০০, আরাফাত ফয়সাল সরকার ২৭৮৯, শেখ আজিজুল ইসলাম ২৭৪৫, মো. তাজুল ইসলাম খোকন ২৭৪১, মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ ২৭৩৬, আব্দুর রব মোশারফ ২৭১৮, মো: আলমগীর ২৬৭৭, নেসার উদ্দীন আয়ুব ২৬৬১, খন্দকার আবুল হাসান লিমন ২৬৫১, কাজী শাহ আলম ২৫৭৪, গাজী নাসির ২৫৩৭, মো. আমিনুর রহমান ২৪৮৯, মো তৌহিদ উদ্দিন ২৪৮৬, মাওলানা খলিলুর রহমান ২৪৮৩, মো. মনিরুজ্জামান খান ২৪৭৮, মো. আবুল বাশার ফিরোজ শেখ ২৪৬১, মো, নাসির উদ্দিন ২৪৪১, মো. জয়নুল ইসলাম ২৪৩১, আমিরুল ইসলাম ২৩৯৪, মো মোকছেদুর রহমান হারুন ২৩৭৪, মো ইমরুল কায়েস ২৩৩৯, অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান মিন্টু ২২৮৭, মো. সাইফুল ইসলাম শুভ ২২৬১, এ.কে.এম রেজাউল করিম ২২৩১, মো সাহেব আলী ২১৮৩।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এ বারের নির্বাচনে ৩৯টি পদের বিপরীতে মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৫,৩৯২ জন নিবন্ধিত ভোটারের মধ্য উপস্থিত ছিলেন ৪০৮২, এর মধ্য বৈধ ভোটার ৩৭৯৯, বাতিল হয়েছে ২৮৩।
ভোটগ্রহণ কেন্দ্রকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher