শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
47 বার পঠিত
গোবিন্দগঞ্জে টিসিবি কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় টিসিবি কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের নিম্ন আয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে আসছে। তালিকাভুক্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি সরবরাহ করা হচ্ছে।

সাপমারা ইউনিয়নে নতুনভাবে ১,৬০০ জনের তালিকা প্রস্তুত করা হয়। অভিযোগ উঠেছে, ওই তালিকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতারা ৫০০ কার্ড নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং তা বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দেন।

এই কার্ড ভাগাভাগি নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া ইসলাম এবং ইউনিয়ন মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক বহুলু ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকারিয়া ইসলামের পক্ষের তিনজন এবং বহুলু ইসলামের পক্ষের দুইজনসহ পাঁচজন আহত হন।

জাকারিয়া ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ভাগে ২০টি কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু বহুলু ইসলাম সেখান থেকে অর্ধেক কার্ড দাবি করে। কার্ড না দেওয়ায় আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মারধর করেছে।”

অন্যদিকে, বহুলু ইসলাম দাবি করেন, জাকারিয়া ইসলাম কার্ডগুলো বিভিন্নজনের কাছে বিক্রি করছিলেন। এ নিয়ে কথা বলতে গেলে তার মা-বাবাকে মারধর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, “কার্ড নিম্ন আয়ের মানুষের জন্য নেওয়া হয়েছে এবং সেভাবেই বিতরণ করা হচ্ছে। এই সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত।”

সাপমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব জানান, “গতকাল বিএনপির শতাধিক নেতাকর্মী ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে জোরপূর্বক ৫০০ কার্ড ভাগ করে নিয়েছে। আমরা তাতে বাধা দিতে পারিনি।”

Facebook Comments Box

Posted ৪:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!