বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই যুগ ধরে আমাদের দেশে সংবিধানকে ধ্বংস করেছে, মানুষের ভোটের অধিকার,বস্ত্রের অধিকার,গণতান্ত্রীক অধিকার এবং মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার।
বুধাবর বিকেলে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন,আওয়ামী লীগ অতীতে যা করেছিলো,এখনো একইভাবে সমস্ত দলগুলো নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করেছে।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাহিরের দেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। বিভিন্ন মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন আজ অতিষ্ট হয়ে গেছে।
বিএনপির এ নেতা বলেন, আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। সমস্ত জাতী আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে এটাই আমাদের মুক্তির একমাত্র পদ।
এর আগে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত করতে যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher