শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

স্ত্রী ৪ মাসের গর্ভবতী, বিয়ের ১মাস পরে জানতে পারলেন স্বামী; ধর্ষণের শিকার নববধূর থানায় অভিযোগ

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
123 বার পঠিত
স্ত্রী ৪ মাসের গর্ভবতী, বিয়ের ১মাস পরে জানতে পারলেন স্বামী; ধর্ষণের শিকার নববধূর থানায় অভিযোগ

বগুড়া সোনাতলার পৌর এলাকায় বিয়ের একমাস পরে স্বামী জানতে পারে স্ত্রী ৪ মাসের গর্ভবতী, বিপ্লব নামের ব্যক্তিকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নববধূ গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামে।

৬ এপ্রিল রবিবার নববধূর পিতা আব্দুল জলিল বাদী হয়ে অভিযুক্ত বিপ্লবের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী আব্দুল জলিল উল্লেখ করেন, আমি জীবিকা নির্বাহের জন্য ঢাকায় অবস্থান করা কালে মা মরা মেয়ে তানিয়াকে তার দাদী জরিনা বেগমের কাছে রেখে দেই। এরই সুবাদে একই গ্রামের আমার বাড়ির পাশের মোঃ মমতা খাঁনের ছেলে অভিযুক্ত মোঃ বিপ্লব খাঁ (৪৬) বিভিন্ন সময় আমার বাড়ীতে যাতায়াত করতো। এসময় মেয়ে তানিয়ার প্রতি অসৎ উদ্দেশ্যে কুদৃষ্টি নিতে থাকে।

এক পর্যায়ে গত ২৫ ডিসেম্বর-২০২৪ তারিখে দিবাগত রাত্রি ১১.০০ ঘটিকায় মেয়ে এবং আমার মা দুজন ঘুমে যাওয়ার পর আমার বৃদ্ধা মা( মেয়ের দাদী) জরিনা বেওয়ার প্রকৃতির ডাকে সারা দিতে গেলে সেই সুযোগে বিপ্লব খাঁ তাহার অসৎ উদ্দেশ্য চরিতার্থে শয়ন ঘরে ঢুকে খাটের উপর শুয়ে থাকা মেয়ে মোছাঃ তানিয়া খাতুন (বুদ্ধি প্রতিবন্ধী)র পড়নের জামা-কাপড় খোলে । এসময় মেয়ে তানিয়া ঘুম থেকে জাগনা পায়, বিপ্লব তানিয়ার মুখ চাপিয়া ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়েকে ধর্ষণ শেষে ঘর থেকে যাওয়ার সময় মেয়েকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখায়, এই ঘটনা অন্য কেউ জানতে পারে তবে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদর্শন করে। আমার মেয়ে প্রাণ ভয়ে উক্ত ঘটনা কাউকে জানায়নি।

মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার অজান্তেই গর্ভবতী হয়ে পড়ে। অপরদিকে গত ৩ মার্চ ২০২৫ তারিখে আমার মেয়ে তানিয়াকে আলোচনার মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা উপজেলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামে আব্দুল হক শেখের ছেলে মোঃ টনি শেখ (২২) এর সহিত মুসলিম শরিয়ত মোতাবেক কাবিননামা মূলে গারিবারিকভাবে বিবাহ দেই। আমার মেয়ে জামাতার সঙ্গে ঘর-সংসার করাকালে গত ২৬ মার্চ-২০২৫ তারিখে আমার মেয়ে তানিয়া বমন করতে থাকলে আমার জামাতাসহ পরিবারবর্গ মেয়ের গর্ভে অবৈধ সন্তান আছে বলে আমাদেরকে অবগত করেন । এঘটনায় উভয়পক্ষের লোকজন সহ গত ০১/০৪/২০২৫ তারিখে সোনাতলা পৌর সদরে টাটা ডিজিটাল ডায়াগনোস্টিক কনসালটেশন এন্ড ক্লিনিকে তানিয়াকে পরিক্ষা-নিরীক্ষা করা হয়। কর্তব্যরত চিকিৎসক রিপোর্ট দেন যে, আমার মেতে তানিয়া আক্তার ১৩ সপ্তাহ, ০৪ দিনের গর্ভবর্তী। তখন আমার মেয়ে তানিয়াকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, ওই বিপ্লব খাঁ তাহার দাদী অর্থ্যাৎ আমার মাতা জরিনা বেগম ঘর থেকে পায়খানা করতে গেলে এই সুযোগে বিপ্লব ঘরে ঢুকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। উক্ত ঘটনা জানার পর আমার জামাতা ও তাহার পরিবারবর্গ আমার মেয়েকে স্বামীর বাড়ি থেকে আমার বাড়ীতে পাঠিয়ে দিয়েছে। আমার‌ মেয়ের গর্ভের সন্তানের পিতৃপরিচয়সহ ধর্ষণের ঘটনাকারী বিপ্লব কে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি।

এ ঘটনায় ধর্ষনের অভিযুক্ত বিপ্লবের সাথে যোগাযোগ চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায় নি। অভিযোগের পর থেকে সে বর্তমানে পলাতক রয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এ বিষয়ে মামলা হয়নি তবে হবে। কবে মামলা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আজকে মামলা হবে।

Facebook Comments Box

Posted ১:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!