কাঙ্খিত লক্ষ্যে
এস আই মানিক
চাও যদি পৌছতে
কাঙ্খিত লক্ষ্যে,
কেউ রবেনা হয়তো
তোমারো পক্ষে!
তবু তুমি শক্ত হাতে
ধরে রাখো হাল,
সফল হবে একদিন
সুখি চিরকাল!
যাই করো ভেবে করো
থেকে স্থির,
লোভে পরে যেওনা
হয়ে অস্থির!
দুঃখের পরে সুখ আসে
সত্য চিরদিন,
ভুল পথে নিজেকে
কোরোনা বিলিন!
তবেই পাবে সফলতার
সোনার চাবিকাঠি,
নইলে হাজার পরিশ্রম
হবে কিন্তু মাটি!!
Posted ৩:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher