বীরগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষার্থী ২০২৪ইং এক ছাত্রী (১৭) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরনের ২ দিন পর অপহৃত ছাত্রীর বাবা টংক নাথ রায় বাদী হয়ে শনিবার (২০ এপ্রিল) বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলো বীরগঞ্জ থানার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজি লস্করা গ্রামের মোঃ জাকির হোসেন এর ছেলে জনি (২০), একই গ্রামের খেলাল শেখ এর ছেলে মোঃ নাজমুল হোসেন ও পচা (৩২) সহ অজ্ঞাত ৩/৪ জন।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে দেউলী আরাজি লস্করা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন শেষে বর্তমানে বাড়ীতে অবস্থান করে। উক্ত স্কুলে অধ্যায়নকালে স্কুলে যাওয়া-আসার সময় অপহরণকারী আসামী মোঃ জনি আমার মেয়েকে রাস্তা-ঘাটে একা পাইয়া প্রেম প্রস্তাবসহ কু-প্রস্তাব দিতো। আমার মেয়ে ভয়ে কাউকে কিছু না বলে, প্রস্তাব প্রত্যাখান করে। আসামী মোঃ জনি আমার মেয়েকে পুনরায় রাস্তা ঘাটে উত্যক্ত করতে থাকে। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে, আমি আসামীর সাথে দেখা করি। আমার মেয়েকে উত্যক্ত করতে বাধা ও নিষেধ করি। এরই ধারাবাহিকতায় আসামী জনি আমার উপর ক্ষিপ্ত হয়ে প্রত্যক্ষ প্ররোচনায় ও সহায়তায় আসামী মোঃ জনি আমার মেয়েকে অপহরন করার সুযোগ খুঁজে।
একপর্যায়ে গত ১৮ এপ্রিল ২০২৪ ইং বৃহস্পতিবার দুপুরে ১ টা ৩০ মিনিটে (ছদ্মনাম বৃষ্টি রানী রায় ১৭) আমার বাড়ী থেকে পায়ে হেটে তার মাসীর বাড়ীতে যাওয়ার পথে বীরগঞ্জ থানার ১নং শিবরামপুর ইউনিয়নের অর্ন্তগত দেউলী গ্রামস্থ সুতাপুকুর ও পোহাতু মার্কেট এর মাঝামাঝি ব্রীজের উপর পৌছালে সেখানে পূর্ব হইতে প্রত্যক্ষের সহায়তায় জনি মাইক্রো নিয়ে অবস্থানকালে আমার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক মাইক্রোতে অপহরণ করে ঠাকুরগাঁও জেলার দিকে দ্রুতগতিতে রওনা করে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ মইনুল ইসলাম জানায়, অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher