জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন তীব্রতর আকার ধারণ করছে। এ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য কার্বন ডাইঅক্সাইড উৎপন্নকারী বড় রাষ্ট্রগুলোকে নবায়নযোগ্য জ্বালানোর উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে। বাংলাদেশে বর্তমানে নির্বিচারে বৃক্ষ কর্তনের পাশাপাশি বিদেশি প্রজাতির গাছ রোপন করার হার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
আজ ১৮ আগষ্ট সকালে সবুজ আন্দোলন রুহিয়া থানা শাখার উদ্যোগে রুহিয়া সালেহা দাখিল মাদ্রাসায়” দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। ইসলামিক জলসাতে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলে সাধারণ জনগণ গাছ লাগানোর গুরুত্ব, খাল বিল দখল মুক্ত রাখতে সোচ্চার হবে। উত্তরাঞ্চলে ইউক্লিপটাস, আকাশমনি, রেইনন্ট্রিসহ বিদেশি প্রজাতির গাছের আগ্রাসনে দেশীয় প্রজাতির গাছ বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সর্বস্তরে সবুজ আন্দোলন নিয়মিত কাজ করছে।
সবুজ আন্দোলন ঠাকুরগাঁও সদর উপজেলার সমন্বয়কারী মোঃ সাদিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঠাকুরগাঁও জেলার সমন্বয়কারী সাংবাদিক আরিফুজ্জামান আরিফ, সেনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাইস, বাংলাদেশ সমাচার পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মুজহারুল ইসলাম বাদল, আমার সংবাদ পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি আব্দুল কাদের জিলানী।
এ সময় আরো উপস্থিত ছিলেন দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুক্তারুল হাসান, সবুজ আন্দোলন রুহিয়া থানার সদস্য আল ফয়সাল অনিক, দারাজুল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভার শেষে আম, কাঁঠাল, নিম, বহেরা, হরিতকি, জামরুল গাছসহ ১২ প্রজাতির দেশীয় গাছ রোপন করা হয়।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher