পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৩১ নম্বর পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় হরিদেবপুরবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অভিভাবক আব্দুস সালাম ও স্থানীয় বাসিন্দা আরিফ বিল্লাহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পুরনো ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে ২০২৩ সালে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ শুরু হয়, যার বাস্তবায়ন করছে এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মো. গিয়াস উদ্দিনের ফার্ম। কিন্তু নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার, দুর্বল ছাদ ও দেয়াল নির্মাণসহ নানা অনিয়ম দেখা যায়। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে, এমনকি দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। দেয়ালে হাত দিলেই ইট খুলে পড়ে যায়।
এমন ঝুঁকিপূর্ণ ভবন শিশু শিক্ষার্থীদের জন্য হস্তান্তর করা মানে প্রাণ ঝুঁকিতে ফেলা। ভবনটি ভেঙে নতুন করে নিরাপদ ভাবে নির্মাণের দাবি জানান বক্তারা।
অভিযোগের বিষয়ে এলজিইডি গলাচিপা উপজেলার প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ হচ্ছে। অনিয়মের কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher