পিরোজপুরের কাউখালীতে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে এলাকাবাসী। কাউখালী উপজেলা সদর ইউনিয়নের বাশুরী খালের দরবেশ হুজুরের মাদ্রাসা ও মসজিদের সম্মুখের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকাবাসী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ব্রিজ ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সাঁকোটি জরাজীর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীর বিকল্প কোন পদ না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার হচ্ছে।
এলাকার বাসিন্দা রফিক তালুকদার আক্ষেপ করে বলেন, বারবার বিভিন্ন স্থানে ধরনা দিলেও এই ব্রিজের নির্মাণ কাজ কেউ করতে আগাইয়া আসে নাই।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ছোট্ট জানান, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে ধরনা দিয়েও আজও এই ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণ কাজ করা হয়নি।
এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত আছি পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ কাজ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher