পিরোজপুরের কাউখালীতে উপ নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য শপথ নিলেন। কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ২নং বেতকা ওয়ার্ডের উপ নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য আলকাজ উদ্দিনকে ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বেবি বেগম, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার আল-মইন সিকদার, প্রকল্প (পজীক) কর্মকর্তা আলী আকবর, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
উল্লেখ্য উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ খান মিন্টু মারা যাওয়ার কারণে উক্ত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher