পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচ কাওয়াজ, ক্রিয়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের সাথে শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক,
Posted ৭:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher