শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উপকূলের চাষিদের মুখে হাসি ফুটেছে মিষ্টি কুমড়া চাষে

স দি ডেস্ক   সোমবার, ১১ মার্চ ২০২৪
251 বার পঠিত
উপকূলের চাষিদের মুখে হাসি ফুটেছে মিষ্টি কুমড়া চাষে

মো. আল আমিন, বেতাগী (বরগুনা): মাঠ জুড়ে সবুজ মিষ্টি কুমড়ার ক্ষেত। গাছে গাছে হলদে ফুল আর গুটি গুটি দানায় কুমড়া ধরেছে। উপজেলার বিভিন্ন মাঠে চাষিদের নিজের কুমড়া ক্ষেতে যথারীতি সার, আগাছা নিড়িয়ে দিচ্ছেন, কীটনাশক ও পানি দিচ্ছেন। গত বছর কুমড়া চাষে লাভবান হয়েছেন এবছরও তার মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে। কৃষি বিশেষজ্ঞ ও চাষিদের সাথে কথা জানা গেছে, কুমড়া চাষে এবছর ভালো ফসনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি বিভাগ এবং চাষিদের সাথে কথা বলে জানা গেছে, উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলায় এই মৌসুমে ১৯৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। উপজেলার চাষকৃত বিভিন্ন মাঠে ফলনও ভালো হয়েছে। কম খরচে বেশি লাভবান হচ্ছে। এতে চাষিদের এ কুমড়া চাষে আগ্রহ বেড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী গ্রামের আতিকুর রহমান পল্টু একজন আদর্শ কৃষক। তিনি নিজ গ্রামে ৬৫ শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছন। কুমড়া ক্ষেতে নিয়মিত পানি, জৈব ও রাসায়নিক সার এবং ক্ষতিকর পোকামাকড় ধ্বংসে কীটনাশক ওষুধ প্রয়োগ করছেন। এছাড়া আগাছা নিড়িয়ে দিচ্ছেন এবং যথারীতি পরিচর্যা করছেন। এই একই জমিতে গত বছর মিষ্টি কুমড়া চাষ করে ২ হাজার ৫ শ কেজি মিষ্টি কুমড়া পেয়েছেন এবং এতে লাভ হয়েছে ৭০ হাজার টাকা।
চাষি আতিকুর রহমান বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে উন্নত প্রজাতির বীজ বপন করা হয়েছে। নিয়মিত পরিচর্যা করছি, গত বছরের তুলনায় এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ‘

কৃষিবিদ লিটন কুমার ঢালী বলেন,’ মিষ্টি কুমড়া সাধারণত একটু উঁচু জমিতে ভালো ফলন হয়। গাছে ফল এলে ক্ষতিকর পোকার আক্রমন থেকে রক্ষায় নিয়মিত কীটনাশক ওষুধ, রাসায়নিক সার এবং পানি প্রয়োগ করতে হবে।’

এবিষয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন,’ কুমড়া ক্ষেতে জাব পোকার আক্রমন বেশি হয়। এছাড়া গাছে ফুল থেকে গুঁটি গুঁটি দানা পড়ার সময় বে¬াজম এন্ড রট রোগ দেখা দেয়। প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ইনসাফ বা থিয়ভিট বা সালফোলাঙ বা কুমুলাস অথবা ১০ গ্রাম ক্যালিঙিন ১৫ দিন পর পর স্প্রে করে এসব রোগ নিয়ন্ত্রণ করা যায়।’

অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু আরো বলেন,’ ভিটামিন এ, বি-কমপে¬ক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রণ, জিংক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টসমূহের উপাদান বিদ্যমান থাকে। এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে।’

বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন,’ এ উপজেলায় ১৯৫ হেক্টর জমিতে কুমড়া চাষ করা হয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা মাঠের চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।’

 

Facebook Comments Box

Posted ৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!