পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা হল রুমে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিবুর রহমান, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন কৃষ্ণ কর।
উল্লেখ্য; ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Posted ৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher