পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২০ আগস্ট) বিদ্যালয়ের সভাকক্ষে মোঃ মনিরুজ্জামান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শহীদ হাওলাদার, সাজেদুল ইসলাম সোহেল, মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আক্তার লাবনী, নন্দিতা ঘোষ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানের বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে ২২ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher