বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
নতুন করে ঘোষিত এই দুই কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের উপেক্ষা করে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের পদায়নের অভিযোগ এনেছেন স্থানীয় দলের একাধিক নেতা।
কমিটি গঠনের অনিয়মের বিষয়টি বেতাগীর একপক্ষ নেতাকর্মী গত ২০ জুন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি’র কেন্দ্রিীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বরাবরে প্রেরণ করেছেন।
লিখিত অভিযোগ জানা গেছে, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাওয়া কর্মীদের মতামত ছাড়াই কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
পৌর কমিটিতে একাধিক অনিভিজ্ঞ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা অতীতে দলীয় কোন কর্মসূচিতে একটা সক্রিয় ছিলেন না। এমন কি বিগত দিনে আওয়ামী লীগের কমিটির সাথে সম্পৃক্ত রয়েছেন তারা এখন বিএনপি’র কমিটিতে স্থান পেয়েছেন।
স্থানীয় দলের নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি দেশের বাহিরে অবস্থান করায় বিএনপি’র ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি চলমান প্রক্রিয়া গত ২১ জুন স্থগিত করেছে।
বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মো: শাহজাহান কবির বলেন,’ অগঠনতান্তিকভাবে কোন কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না।’
অন্যদিকে কমিটি ঘোষণার পর থেকেই বেতাগী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষোভ বিরাজ করছে। বঞ্ছিত অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন । এছাড়া অনিয়মের বিষয়টি বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যর্থতার কথা উল্লেখ করে একাধিক জাতীয়, স্থানীয় পত্রপত্রিকা ও অনলাইনে প্রকাশিত হওয়ায় দলটি কেন্দ্র থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এবিষয় বেতাগী পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এস এম নুরুল ইসলাম পান্না বলেন, “এই কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। যারা মামলা-হামলা ও নির্যাতনে দলের পক্ষে লড়াই করেছে, তারা বাদ পড়েছে। এতে দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না বলেন,’ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়নের ওয়ার্ড ও পৌর ওয়ার্ড কমিটিতে স্থান পেয়েছে, এদেরকে বাদ দিতে হবে। পুনরায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড কমিটি যাচাই বাছাই করে ভোটার তালিকা করা হোক এবং নতুন করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হোক।
এসব অনিয়মের অভিযোগ সম্পর্কে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সংবাদ দিনরাতকে বলেন, অভিযোগ পেয়েছি। কিছু অনিয়ম হতে পারে যেহেতু জেলা কমিটিই নেই। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করে সম্মেলন প্রস্তুত কমিটি করার চিন্তা রয়েছে।
Posted ১১:১১ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher