২৪ এর পরাজিত শক্তি আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাটে পূনর্বাসনের অপচেষ্টা চলছে, যা গনঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর জন্য অশনিসংকেত। ১৪০০ শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে ফ্যাসিবাদকে পূনর্বাসন করতে দেওয়া হবে না। তাই ফ্যাসিবাদের পূনর্বাসন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার।
আজ ১৯ জুলাই (শনিবার) বিকেল ৫টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে “শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল শেষে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ২৪ এর আজকের দিনে আমাদের ৪৭ জন ভাইবোনকে হাসিনা গুলি করে শহীদ করে।সেই কঠিন দিনগুলোতে হাসিনা শুধু গুলি করেই ক্ষান্ত হননি, হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসাও করতে দেননি।
প্রফেসর মিনার আরো বলেন, হাজারো শহীদের রক্তের পথ মাড়িয়ে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। আজকের দিনে প্রেসক্লাবে আমাদের পার্টির মিছিলে পুলিশ মূহুরমুহ গুলি করেন, যেখানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হন। শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি পুলিশ, আহত অবস্থায় আমাদের নেতাকে গ্রেফতার করা হয়। তাই আজকের দিনটিকে এবি পার্টি বিশেষভাবে স্মরণ করছে।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।
মৌন মিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুল হালিম খোকন, সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, উত্তরের সদস্য সচিব সেলিম খান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মনির, সহকারী সাংগঠনিক (ঢাকা) সম্পাদক শাজাহান ব্যাপারী, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সীসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে একটি প্রতিকী মিছিল বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল, বিজয়নগর, কাকরাইল, পল্টন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Posted ৭:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher