বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এতে অংশ নেওয়ার জন্য প্যানেল ঘোষণা করেছে প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ। প্যানেলের নেতৃত্ব দেবেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
৭ ফেব্রুয়ারী (শুক্রবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় ‘প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ’ প্যানেলের ঘোষণা দেয়া হয়।
গত ২৮ নভেম্বর ২০২৪ এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে নির্বাচন পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন অ্যাডভোকেট জামাল উদ্দিন। বোর্ডের সদস্যরা হলেন- কাজী মিনহাজুল আলম ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন । ইতিমধ্যে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।
‘প্রকাশক ও বিক্রেতা ঐক্য পরিষদ’র পরিচালক প্রার্থী গাজী নাসির সংবাদ দিনরাত’র প্রতিবেদককে বলেন, এ নির্বাচন শুধু প্রকাশকদের না। আমাদের প্যানেলে ১৮ থেকে ১৯ জন আছে তারা বিক্রেতা সদস্য। আমরা যাকে সভাপতি হিসেবে চিন্তা করেছি তিনিও একজন বিক্রেতা সদস্য সুতরাং এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে বিক্রেতা সদস্যরা আগামীতে গণতান্ত্রিক মতামত প্রকাশ করার সুযোগ পাবে। আমাদের এই প্যানেল গণতান্ত্রিক প্যানেল, আমাদের এই প্যানেল বৈষম্যবিরোধী প্যানেল।
আগামীতে পুস্তক ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে ও পুস্তক ব্যবসায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই প্যানেলকেই নির্বাচিত করা উচিত বলেও জানান তিনি।
আপনাদের এই প্যানেল ছাড়া নির্বাচনে অন্য কোন প্যানেল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে। কিছু সুযোগ সন্ধানী আওয়ামী ফ্যাসিস্টরা করতে পারে।
বাপুস তথ্য সুত্রে জানা যায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার পরিচালক পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য; শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সরকার পতনের পর আরিফ হোসেন ছোটন অনুপস্থিত থাকার কারণে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোঃ রেজাউল করিম বাদশা।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher