বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১১জন শিক্ষার্থী।
কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের রাকেশ হোসেন সুজন, আমল কুমার দাশ, সোহেল আহমেদ, অ্যাডভোকেট সুমন হোসেন, ২০১২-১৩ শিক্ষাবর্ষের জ্যৌতি মুস্তারি, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহাম্মদ হোসেন জেমি, আমিনুল ইসলাম খান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফাতেনা জামান চৈতি, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাজ্জাতুল সবুজ, মিনারা জাহান, আবির ঘোষ রিদয়।
এর মধ্যে প্রথমবার পরীক্ষা দিয়েই সাফল্য অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher