শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্মের গ্রান্ড ওপেনিং

নিজস্ব প্রতিবেদক   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
389 বার পঠিত
রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্মের গ্রান্ড ওপেনিং

বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা ও মাইগ্রেশন সার্ভিস পেতে ইচ্চুক প্রার্থীদের জন্য অত্যন্ত ডায়নামিক ও গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়ে তার যাত্রা শুরু করেছে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্ম।

আজ ৩০ সেপ্টেম্বর ঢাকার স্বনামধন্য ইউনিক রিজেন্সি হোটেলে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি ফার্মের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ডক্টর শাহজাহান খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর শাহজাহান খান তার বক্তব্যে বলেন , বর্তমান পৃথিবী যাকে আমরা আজকের দিনে গ্লোবাল ভিলেজ হিসেবে গণ্য করি এখানে তথ্যপ্রযুক্তির অবদানে আন্তঃদেশীয় যোগাযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এমন এক মূহুর্তে রয়েল প্যাসিফিক কনসালটেন্সি তাদের এই দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগ গ্ৰহন করেছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চ শিক্ষা ও মাইগ্রেশন সার্ভিসে সাহায্য প্রার্থীদের জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সকলের বিশ্বাস ও আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির প্রো ভিসি প্রফেসর ডক্টর আনোয়ারুল করিম বলেন, রয়েল প্যাসিফিক কনসালটেন্সির ভিশন এবং তাদের ডেডিকেশন আজকের এই স্মরণীয় মুহূর্তে আমাদের সকলকে একত্রিত করতে পেরেছে। আপনাদের এই উদ্যোগ অসংখ্য অগণিত মানুষকে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন এবং কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

রয়েল প্যাসিফিক কনসালটেন্সের চেয়ারম্যান প্রফেসর ডঃ মাহবুব হাসান উল্লেখ করেন- আমাদের কমিটমেন্ট খুবই স্পষ্ট, আমরা প্রতিটি শিক্ষার্থী এবং প্রফেশনালকে তাদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়ে আমাদের গাইডেন্স আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে। সততা, নিষ্ঠা, সতর্কতা এবং গুরুত্বের সাথে প্রতিটি কাজ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।

ব্যারিস্টার জুবায়ের আহমদ ভূঁইয়া তার স্বাগত বক্তব্যে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রার্থী কেন্দ্রিক এপ্রোচই হচ্ছে আমাদের সেবার মূল উদ্দেশ্য।

ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, রয়েল প্যাসিফিক কনসালটেন্সি শুধুমাত্র দেশের মধ্যে একটি সেবামূলক ফার্ম নয় বরং এটি এমন একটি প্রতিষ্ঠান যা উচ্চতর জ্ঞান অর্জন এবং ক্যারিয়ারে উন্নতির ক্ষেত্রে দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর মোশাররফ হোসেন মাসুদ রেজিস্ট্রার, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডঃ মাহফুব কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, মিসেস নাহিদা আক্তার, ডাইরেক্টর, রয়েল প্যাসিফিক কেয়ার, সিডনি, অস্ট্রেলিয়া, ডঃ কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর ইসমাইল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর আবুল কালাম আজাদ, মানারাত বিশ্ববিদ্যালয়, মো আলতাফ হোসেন, সিইও-রয়েল প্যাসিফিক কনসালটেন্সি, মোঃ মাসুম বিল্লাহ, এক্সিকিউটিভ ডাইরেক্টর, রয়েল প্যাসিফিক কনসালটেন্সি, মিস্টার গালিব হাসনাত, পি টি ই বাংলাদেশ, রায়হান শরীফ, কান্ট্রি হেড, অ্যাডভান্টাস সহ আরো অনেকে।

Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!