মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষা বিষয়ক কাউন্সিলিং প্রোগ্রাম আজ ৯ মার্চ (শনিবার) কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন এর বটতলী বাজার স্টার ফেয়ার কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন শরীফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: আমান উল্ল্যাহ।
মো: আরিফুল হক সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আইটি উদ্যেক্তা ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ফাহিম ফয়সাল, প্রিন্ট এইজ লিমিটেডের ডিরেক্টর আবু তালেব মো: সালেহীন, স্টার ফেয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাকির হোসাইন, সোনালী ব্যাংকে কর্মরত অফিসার অনিক হোসাইন, প্রমিস এইড ফাউন্ডেশনের সদস্য আতিক মাহবুব প্রমুখ।
এছাড়াও কাউন্সিলিং সেশনে বক্তব্য রাখেন প্রমিস এইড ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ফাউন্ডার ও চেয়ারম্যান মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রীর প্যাকেজ- স্কুল ব্যাগ, ১০টি খাতা, ১০টি কলম, ৩টি পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, পেন হোল্ডার, রাবার, সার্পনার, স্কেলসহ মোট ১০টি আইটেম।
প্রোগ্রাম কো-অর্ডিনেশন করেন ফাউন্ডেশনের কেরানীগঞ্জ উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাবেয়া আক্তার।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher