অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসির এর নেতৃত্বে একটি টিম রাষ্ট্রের একটা বাহিনীর কতিপয় দুর্বৃত্তদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহত ও জুলাই-আগস্ট আন্দোলনে চিকিৎসাধীন ছাত্র-জনতাদের ২৬ আগস্ট (সোমবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শাহিনা হাসান, আয়না ঘরে গুম হওয়া সাবেক রাষ্ট্রদুত ক্যাপ্টেন (অব) এম মারুফ জামান, লে.ক. হাসিনুর রহমান, লে. ক. ফেরদৌস আজিজ, মেজর তৌহিদ, মেজর জামাল হায়দার, লে. ইফতেখার, লে. ইমরান কাজল, সাংবাদিক আরিফুল ইসলাম, এডভোকেট তারেক আবদুল্লাহ, মিনহাজুল আবেদীন, শাহজাহান সম্রাট, মেহেদী হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমের সদস্য বৃন্দ।
অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সবার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তার পাশাপাশি তাদের সুস্থতার জন্য দোয়া করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রান কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রান বিতরন ও ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher