যানজটের নগরী রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে রাজধানী ছেড়েছেন আবার অনেকে এখন ছেড়ে যাচ্ছেন। রাজধানীর রাজপথ থেকে অলিগলি প্রায় সবই ফাঁকা। নেই চিরচেনা যানজট। আছে গণপরিবহন সংকটও।
এই সুযোগে ফাঁকা শহরে দাপটের সঙ্গে সব সড়কে ঘুরে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। তিন চাকার এই যান বেপরোয়া ছুটে চলায় বাড়ছে দুর্ঘটনা।
সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর খিলগাঁও, মতিঝিল, গুলিস্থান, পল্টন, রায় সাহেব বাজার এলাকায় দেখা যায় অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। যানবাহনের সংখ্যা কম। বেশিরভাগ যানবাহনে যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই গন্তব্যে যাচ্ছে যানবাহনগুলো।
কোথাও দেখা মেলেনি যানজটের চিত্র। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থেমে থাকতে গেছে।
Posted ১১:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher