শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার সোনাতলায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন মানবিক ওসি সৈকত

স.দি প্রতিবেদক   বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
358 বার পঠিত
বগুড়ার সোনাতলায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন মানবিক ওসি সৈকত

বগুড়া জেলার সোনাতলা থানায় দায়িত্বরত একজন চৌকস, সৎ, মেধাবী, নীতিবান, সদালাপী, নির্ভীক, দেশপ্রেমিক, উদ্যমী, দায়িত্বশীল ও মানবিক পুলিশ অফিসার মো. সৈকত হাসান। পুলিশ যে জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারা মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তার দৃষ্টান্ত স্থাপন করেছেন ওসি সৈকত হাসান ।

দুস্থ অসহায় মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন। এর আগে তিনি, কোভিট-১৯ মহামারি করোনা সংক্রমণ রোধে ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। নিজের কথা না ভেবে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করিতেছেন এ পুলিশ অফিসার। সোনাতলা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি সোনাতলা থানায় যোগদান করে মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি কাজে লাগিয়ে অসংখ্য মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিভিন্ন অপরাধী ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামীদের আটক করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছেন। একসময় কিছু দালাল প্রতারক চক্রের লোকেরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিত তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা-পয়সা। তিনি রোধ করেছেন সে সব দালাল প্রতারকদের দৌরাত্ম্য।

সমস্ত ভয়ভীতি থেকে মুক্ত করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের ভিতর শান্তি প্রতিষ্ঠা করিতে সফল হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালীন তার মানবিক কার্যক্রমে সর্বমহল থেকে প্রশংসিত হয়েছেন, এবং তা দিন দিন বেড়েই চলেছে। করোনা মহামারী মোকাবেলায় পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে দিনরাত পরিশ্রম করেছেন এ পুলিশ অফিসার।

এসব কারণে সোনাতলার মানুষের ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন এ পুলিশ অফিসার। তিনি সততার চাঁদরে আবৃত ব্যক্তিময় চলাফেরার কারণে ইতিপূর্বে সোনাতলা উপজেলার সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও ওসি মো.সৈকত হাসান সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি একজন ব্যতিক্রমধর্মী পুলিশ অফিসার। তিনি শুধুমাত্র তার উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি নিরলস ভাবে সোনাতলা থানার সকল অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।

গত ২৬ আগষ্ট উপজেলার উত্তর বাঁশহাটা গ্রামের নিফুল নামে এক অসহায় হতদরিদ্র অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে অভাবকে মুক্তি দিয়ে চিরবিদায় নিয়েছেন। অভাবের তাড়নায় মৃত্যুকে বেছে নেওয়া দিনমজুর নিফুল প্রমাণিকের রেখে যাওয়া ছোট্ট দুই শিশু ও পরিবারের খোঁজ নিতে ও খাদ্য সামগ্রী হাতে নিয়ে ছুটে আসেন তার বাড়িতে। তিনি অহর্নিশি কর্মব্যস্ততার জন্য নিজ পরিবারকে সময় দিতে পারেন না বললেই চলে।

সোনাতলা থানায় সেবা নিতে আসা কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, যে কোন সমস্যা নিয়ে থানায় অভিযোগ করলে, সমস্যা সমাধানে ওসি সৈকত স্যারের আন্তরিকতার কোন ঘাটতি পাইনি। আমাদের চোখে দেখা পুলিশ অফিসারের মধ্যে তিনি সেরা একজন পুলিশ অফিসার। তারা আরোও বলেন, একজন স্বপ্নচারী মানবিক ও নিষ্ঠাবান পুলিশ অফিসার সৈকত স্যার। তিনি একজন অসাধারণ ভালো মনের মানুষ।

মানবিক মূল্যবোধ ও আত্মমর্যাদায় উদ্ভাসিত হয়ে দেশের পুলিশ হোক জনগণের সত্যিকারের বন্ধু এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণের জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের শেষ ভরসা ও আশ্রয়স্থল।

স/দি/আল মামুন

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!