আন্দোলনের বন্যা
তৃষা মাহমুদ
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো
গড়বে সোনার বাংলা,
সেইখানে চলছে দেখো
আন্দোলনের বন্যা।
আন্দোলনের নামে এখন
চলছে প্রহসন,
ভুক্তভোগী নেতারা নয়
সাধারণ জনগণ।
দলে দলে চেয়ার নিয়ে
করছে টানাটানি,
যে জিতবে সেই হবে
সবার মধ্যমণি।
যে জিতবে সে পাবে
সকল ক্ষমতা,
সুখে দুঃখে পাশে পাবে
আম জনতা।
এই আশা বুকে বেঁধে
দিয়ে দেয় ভোট,
বাজারে যখন লাগে আগুন
করে ধর্মঘট।
বঙ্গবন্ধুর সেই স্বপ্নে
ধরেছে এখন ঘুন,
আন্দোলনের কারনে এখন
হচ্ছে মানুষ খুন।
Posted ১১:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher