ইলিশ
মো: সুজাউদ্দৌলা
হায় রে জাতীয় মাছ
নাম তার ইলিশ,
কে খাবি আয় ভাই
কম দামে কিনিস।
টিভি নিউজ পেপারে
বলে খুব সস্তা,
কিনতে গেলে বাজারে
টাকার লাগে বস্তা।
খবর শুনে গিয়ছিলাম
গঞ্জের বাজারে,
বড় সাইজ চৌদ্দশো
ছোটো সাইজ হাজারে।
দাম শুনে জিব্বার
জল যায় শুকিয়ে,
খালি হতে ঘরে ফিরি
মেজাজটা রুখিয়ে।
যদি পরছে ধরা ইলিশ
বারছে টাকা আয়,
তবে এতো ইলিশেরা
একা হেটে কোথা যায়।
জাতি খেতে পারেনা যা
মাস কি’বা বছরে,
কি ভাবে থাকে ইলিশ
জাতীয়তার অক্ষরে।
লেখক— মো: সুজাউদ্দৌলা, পুলিশ সদস্য
Posted ২:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher