দেয়ালেতে পিঠ ঠেকেছে
এস আই মানিক
পিট গেছে দেয়ালে
এক্কেবারে ঠেকে
সরল চিন্তা সরল মন
গেছে তাই বেঁকে।
ভালো কথা বললে কেউ
লাগে না আর ভালো
দুশ্চিন্তা করতে গিয়ে
আমার ইতি হলো।
রাজনীতি প্রেম প্রীতি
অভিনয়ের ছলে
শক্ত কঠিন জীবনটা
ভাসছে চোঁখের জলে।
ভেবেছিলাম দেবে ধরা
স্বপ্ন হাতের মুঠে
দিন কেটেছে অপচয়ে
খাচ্ছি খাবার খুঁটে।
দেয়ালেতে পিঠ ঠেকেছে
ব্যর্থ জীবনখানি
জানি কোন লাভ হবে না
এখন নীতি টানে।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher