মন খারাপের পাঞ্জা
সৈয়দ শরীফ
বুকের ভেতর বড্ড ব্যথা
মনের ভেতর দুঃখ,
পত্রিকাটা খুললে দেখি
চোখ হয়ে যায় রুক্ষ !
রুক্ষ চোখে দুঃখ পড়ি
সূক্ষ্মভাবে জান যায়;
খুন-খারাবি, দুর্ঘটনা
মন খারাপের পাঞ্জায় !
যন্ত্রণাটা সহ্য করে
যায় না বাঁচা আর তো
কেউ যদি আজ সবকিছুকে
বদলে দিতে পারতো !
সত্যি কি কেউ পারবে?
মরচে পড়া সমাজ থেকে
জং কখনো ছাড়বে?
Posted ১২:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher