চোখে দেখা অবাস্তব
সাহারিয়ার ইসলাম
চোখে দেখা স্বপ্ন সব, সত্যি নয় গো ভাই,
রঙের ভেলায় ভেসে চলে, শেষে কোথায় যায়?
আকাশ বলে আমি নীল, মেঘ বলে আমি কুয়াশা,
আমি শুধু তাকিয়ে থাকি, দৃষ্টি জুড়ে ভাষা।
চোখে দেখি আলো ঝলমল, ভিতরটা সব ফাঁকা,
চারপাশেতে লোকের ভিড়, মনটা আমার একা।
হাসির নিচে কষ্ট লুকায়, চেনা মুখেও দ্বিধা,
প্রতিটি দৃশ্য স্পষ্ট হলেও, সঠিক নেই জানা।
দেয়ালের ছবি, চায়ের কাপে, রোদে ফেলে ছায়া,
সবই যেন ভ্রমের মতো, বাস্তবতা!
চোখে দেখি তুমি এলে, কথাও বলো ধীরে, হঠাৎ দেখি,
নেই তো তুমি-ভেসে গেলে নীলে!
স্বপ্ন নিয়ে বাঁচতে শিখি, তবু ভিতর পোড়ে,
চোখে যা দেখি, মনের ভেতর তা কি সত্যি গড়ে?
চোখে দেখা অবাস্তবই, বাস্তবতা বটে,
আমি হেঁটে যাই সেই পথে, সত্যকে খুঁজি নটে।
[প্রিয় পাঠক, আপনিও বিভিন্ন সম-সাময়িক বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- sangbaddinrat@gmail.com -এ অথবা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
Posted ৫:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher