রেসিপি: আম–দইয়ের লাচ্ছি
উপকরণ: পাকা আম (কুচি করে কাটা) ২টি, টক দই ৫০০ গ্রাম, আইস কিউব ১৫-১৬টি, ঘন দুধ আধা কাপ, ঠান্ডা পানি আধা কাপ, ব্রাউন সুগার ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম সিকি কাপ, এলাচগুঁড়া ১ চা-চামচ, জাফরান (পরিবেশনের জন্য), প্রতিটি গ্লাসের জন্য ২টি করে কেশর।
প্রণালি: আম ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। এক চিমটি জাফরান ও অন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ঠান্ডা আমের লাচ্ছি গ্লাসে ঢেলে প্রতিটি গ্লাসের লাচ্ছির ওপরে দুটো করে কেশর দিয়ে পরিবেশন করুন।
মো. ইমতিয়াজ কামরান তালুকদার
শেফ
Posted ১১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher