শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ১৬ জেলার সাথে যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি   বুধবার, ১৩ আগস্ট ২০২৫
15 বার পঠিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ১৬ জেলার সাথে যোগাযোগ বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উত্তরবঙ্গ-ঢাকার সাথে রেল ব্লকেড করে আন্দোলন করছে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলার সাথে ঢাকার রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনের কারণে উভয় প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে ৫টি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১ টা ৩০ মিনিটে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী ৬টি ট্রেন আটকা পড়েছে। আটকা পড়া ট্রেনগুলো হলো, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

অবরোধের সময় বাড়লে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবে এ মুহূর্তে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচলে লেট হলেও শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বায়েজিত বোস্তামী, হাবিবুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের তাইবুর রহমান, বাংলা বিভাগের মেরাজ আহম্মেদ আন্দোলরত অনেক শিক্ষার্থী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে (১০ আগস্ট) হাটিকুরুমল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এর পরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাইনি। আজ ৪৮ ঘণ্টা শেষ। কর্মসূচি অনুযায়ী উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আট বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন ঘোষ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন অবস্থান করছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটতে পারে। আপাতত ঢাকা-উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবার আন্দোলন শুরু হয়।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!