মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে হয়রানি করে বিএনপিকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ আগস্ট) নয়া পল্টনে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে দলটি। ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন জনপ্রিয় নেতা। যার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক সেসময় এ ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে একটি ফরমায়েসি রায় দিয়েছে। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এদেশের স্বনামধন্য ডা. জুবায়দা রহমানের বিরুদ্ধেও রায় দিয়েছে।
তিনি বলেন, এদেশের মানুষ এখন জেগে উঠেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংকট এটা শুধু বিএনপির একার নয়, পুরো জাতির সংকট। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। কারাগারে পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের থামাতে পারবেন না।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত কী বলল সেটি ভাবার আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার এদেশের মানুষ। এদেশের মানুষ সরকারকে বার্তা দিয়েছে যে, তাড়াতাড়ি বিদায় হও। আর সময় নেই। এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে? এদেরকে চলে যেতে হবে। চলে যেতেই হবে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher