বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামে বাঙালি নদীর তীরে গড়ে উঠেছে হলিদাবগা বাঙালি হাট। আর সেই হাটকে কেন্দ্র করে আজ ৯ সেপ্টেম্বর (শনিবার) দিনভর ছিলো ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল খেলার আয়োজন।
বাঙালি নদীর তীরে গড়ে ওঠা এ বাজারে ছিলো হাজারও নারী পুরুষের ঢল।নৌকা বাইচ খেলা দেখার অপেক্ষায় কেউ ছিলো নদীর ধারে, বাজারের ধারে কেউ বা ছিলো নদীর পাশের বাড়ির সামনে। বাঙালি নদীর পাড় পুর্ণ হয়েছিলো কানায় কানায়। কেননা আজ ছিলো নৌকাবাইচের ফাইনাল খেলা।
আর এতে অংশ নিয়েছিলো, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের নয়নমণি, একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের উলিপুর গ্রামের ময়ুরপঙখী ও বগুড়ার সোনাতলা বালুয়া ইউনিয়নের দশের দোয়া।
খেলা শুরু হলে নৌকার ছলাৎ ছলাৎ শব্দ ও মাঝিমাল্লার কোরাসে মুখরিত হয় চারপাশ। আর এ খেলার আয়োজন করেন হলিদাবগা বাঙালি হাট কমিটি।
খেলায় দুই রাউন্ড দেওয়ার পর বিজয়ী ঘোষণা করা হয় ময়ূরপঙ্খীকে, দ্বিতীয় স্থানে নয়নমণি ও তৃতীয় স্থানে দশের দোয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন বাঙালি হাট কমিটির প্রধান উপদেষ্টা ও জোড়গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আলম দুখু, দিশারীর নির্বাহী পরিচালক এম রহমান সাগর ও শিল্পী বাউল মুকুলসহ অনেকে।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher