শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় দুই গুণী ব্যক্তিত্ব ও এক প্রতিষ্ঠান পাচ্ছে ‘আলোর প্রদীপ সম্মাননা-২০২২’

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
298 বার পঠিত
সোনাতলায় দুই গুণী ব্যক্তিত্ব ও এক প্রতিষ্ঠান পাচ্ছে ‘আলোর প্রদীপ সম্মাননা-২০২২’

বগুড়ার সোনাতলায় দুই গুণী ব্যক্তিত্ব ও এক প্রতিষ্ঠান পাচ্ছে ‘আলোর প্রদীপ সম্মাননা-২০২২’ । আজ উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলার সোনাতলা উপজেলায় ২০০৮ সালের ১১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় আলোর প্রদীপ নামে একটি সামাজিক সংগঠন। এক ঝাক যুবকের সম্মিলিত প্রয়াস স্বচ্ছতার অনন্য উদাহরন। সম্পূর্ণ অলাভজনক একটি সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত মানুষ এবং ছাত্র ছাত্রীদের অকৃতিম বন্ধু আলোর প্রদীপ আলো ছড়াচ্ছে সোনাতলায়।

একটি আলোকিত সমাজ গঠনের অংশ হিসেবে সমাজের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় আলোর প্রদীপ। যার ফলস্মৃতিতে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধিত হয়ে আলোর প্রদীপ যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আলোর প্রদীপ ২০১৮ সাল থেকে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এমন ব্যক্তি, প্রতিষ্ঠানকে সম্মান জানিয়ে আসছে। বিগত ২০১৮ ও ২০১৯ সালে সর্বমোট ৪জন কে এই সম্মাননা প্রদান করা হলেও, করোনা মহামারি পরিস্থিতি ও নানাবিধ প্রতিকূলতায় ২০২০-২০২১ সালে এই কার্যক্রম বন্ধ রাখে তারা। কিন্তু তারা তাদের সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আবারো ‘আলোর প্রদীপ সম্মাননা ২০২২’  এর মঞ্চে একত্রিত হতে পেরেছে।

‘আলোর প্রদীপ সম্মাননা-২০২২’  এর জন্য মনোনীত করা হয়েছে যাদের— সরকারি নাজির আখতার কলেজের সাবেক অধ্যক্ষ, গুণী ব্যক্তিত্ব প্রফেসর অরুণ বিকাশ গোস্বামীকে আজীবন সম্মাননা, সমাজকে জ্ঞানের আলোয় আলোকিত করার ক্ষেত্রে অনন্য অবদান রাখায় শেখ মুহাম্মদ আতিফ আসাদ এবং তরুণ কৃষি উদ্যোক্তা সৃষ্টিতে অনন্য অবদান রাখায় এগ্রো ওয়ান প্রতিষ্ঠান।

আজ ‘আলোর প্রদীপ সম্মাননা-২০২২’  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। আরো উপস্থিত থাকবেন আলোর প্রদীপ যুব সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল আলম বকুল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোষ্মামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নিহাদুজ্জামান লীটন, উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, ডক্টর এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রওশন ইজদানী, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল সহ সম্মানিত বীরমুক্তিযোদ্ধা,বিগত সময়ের সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্মানিত প্রধান শিক্ষক, আলোর প্রদীপ সংগঠনের সম্মানিত উপদেষ্টাগন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Facebook Comments Box

Posted ১:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!