আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন কিনলেন এবি পার্টি বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী এসএ জাহিদ সরকার।
আজ ৬ ডিসেম্বর (শুক্রবার) আনুষ্ঠানিক ভাবে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে প্রথম মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসেন, ঢাকা দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, এবি পার্টি বগুড়া জেলা শাখার সদস্য একেএম রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিক নেত্রী আজিজা সুলতানা সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে কাউন্সিলের ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।
তিনি বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৮ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৪-২৫ ডিসেম্বর, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর।
এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৪ ডিসেম্বর, ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর, ফলাফল প্রকাশ হবে ২৮ ডিসেম্বর।
এনইসির নির্বাচনের শিডিউল ঘোষণা করে তিনি বলেন, মনোনয়নপত্র জমা ৫-১০ ডিসেম্বর, যাচাই বাছাই ১১-১২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৩ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৯-২০ ডিসেম্বর, ফলাফল ঘোষণা হবে ২১ ডিসেম্বর।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪
Sangbad Dinrat | Editor & Publisher