শুক্রবার ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পুলিশের কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ভুরুঙ্গামারীর প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক   রবিবার, ১৭ মার্চ ২০২৪
63 বার পঠিত
পুলিশের কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ভুরুঙ্গামারীর প্রতারক আটক

ময়মনসিংহে পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছেন এনামুল হক (৩২) নামের এক যুবক।

রোববার (১৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শনিবার ময়মনসিংহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া মাঝেরচর গ্রামের কিসমত আলীর ছেলে মো. হাবিবুর রহমানের পরিবর্তে প্রবেশপত্র হাতে পরীক্ষা দিতে যান প্রতারকচক্রের সদস্য এনামুল হক। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার ইসলামপুর শিলখুড়ি ইউনিয়নের গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

প্রতারক এনামুল হকের সম্পর্কে চাচাতো ভাই রাজা মন্ত্রিপরিষদের উপ সচিব পরিচয় দিয়ে এর আগে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরি দেওয়ার নামে মোটামুটি টাকা আত্মসাৎ করেন। তিনি ময়মনসিংহ আর কে মিশন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। রাজাকে গ্রেফতার করতে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যগন অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের খবর পেয়ে আত্মগোপন করেছেন রাজা। রাজার সম্পর্কে চাচাতো ভাই হয় ময়মনসিংহ ডিবি কর্তৃক আটক এনামুল হক।

এনামুলের সঙ্গে একই এলাকার মেছের আলীর ছেলে মো. শাহজালাল ইসলাম (৩০) পুলিশ কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা দিতে চুক্তি করে। গত ৯ মার্চ ঢাকার ফার্মগেট এলাকায় দেখা হয় । ২০ হাজার টাকা চুক্তিতে হাবিবের পরিবর্তে এনামুল পরীক্ষা দিতে যান। পরীক্ষার আগে ১০ হাজার টাকা নিলেও পরীক্ষা শেষে আরও ১০ হাজার টাকা নেওয়ার কথা ছিল এনামুলের। কিন্তু পরীক্ষা কেন্দ্রের যাওয়ার সময় বয়স বাহ্যিক অবস্থা দেখে ডিবি পুলিশের সন্দেহ হলে যাচাইতে ধরা পড়ে যান এনামুল। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানতে পারে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, চুক্তিকে পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে এসে ধরা পড়ে এনামুল। এ ঘটনায় মোট তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এনামুলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে এদিন রিমান্ড শুনানি হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!