সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বৃষ্টি উপেক্ষা করে আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বরে ‘শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ’ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি।
সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার। এতে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এবি যুব পার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, এম আমজাদ খান, শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমান, কেন্দ্রীয় নেতা মাসুদ জমাদ্দার রানা, শাহীনুর আক্তার শিলা ও সাবেক ছাত্রনেতা আমান উল্লাহ সরকার রাসেল প্রমূখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, মাথার ঘাম পায়ে ফেলে, রোদ-বৃষ্টিতে ভিজে যে শ্রমিকরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের ন্যায্য মজুরীর কথা চিন্তা না করে চোর ও টাকা পাচারকারীদের ক্ষমতায়নে কাজ করছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বলেন শ্রমিকদের ন্যায্য মজুরী না দিলে রাস্তায় নেমে তারা নিজের অধিকার আদায় করে নিবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, সুলতানা রাজিয়া, আব্দুল হালিম নান্নু, সুমাইয়া শারমিন ফারহানা, আমিরুল ইসলাম নুর, এ্যাডভোকেট সরন চৌধুরী, সাবেক ছাত্র নেতা রিপন মাহমুদ, ছাত্রনেতা হাসিবুর রহমান খাঁন, মশিউর রহমান মিলু, আরিফ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher