জাতীয় পর্যায়ে মস্তিষ্ক ও স্নায়ুরোগ চিকিৎসার প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স) চিকিৎসা সেবায় বড় পরিবর্তন আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সদ্য জারিকৃত এক প্রশাসনিক আদেশে প্রতিষ্ঠানটির শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজারে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।
একইসঙ্গে নতুন করে যুক্ত হওয়া শয্যাগুলোয় স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করার অনুমতিও দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে পালনের শর্তে এই প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ৯ জুলাই হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্মতির কথা জানায় অর্থ মন্ত্রণালয়। সেই সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য মন্ত্রণালয় শয্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা চালুর অনুমোদন দেয়।
প্রসঙ্গত, ২০১২ সালে চালু হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের (নিন্স)।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher