না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভাস্কর হামিদুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‘জাগ্রতবাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ ও ‘স্বাধীনতা চিরন্তনের’ মতো অসংখ্য মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের এই স্রষ্টা রোববার (২০ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভাস্করের স্ত্রী চিত্রশিল্পী আইভি জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাস্কর হামিদুজ্জামান খান।তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এর আগে গত ১৫ জুলাই শারীরিক জটিলতা দেখা দিলে ভাস্কর হামিদুজ্জামান খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহস্রাম গ্রামে জন্মগ্রহণ করেন ভাস্কর হামিদুজ্জামান খান। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে- ঢাকা সেনানিবাসের ‘বিজয় কেতন’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণের ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণের ‘ফ্রিডম’, আগারগাঁওয়ের সরকারি কর্মকমিশন প্রাঙ্গণের ‘মৃত্যুঞ্জয়ী’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চিরন্তন’ ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানার ‘জাগ্রতবাংলা’ ভাস্কর্য ইত্যাদি। সবমিলিয়ে প্রায় ২০০ ভাস্কর্য নির্মাণ করেছেন বরেণ্য এই শিল্পী।
Posted ১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher