শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রাজধানীতে ব্যবসায়ী সোহাগকে হত্যা, ইবিতে বিক্ষোভ

মানিক হোসেন, ইবি   শুক্রবার, ১১ জুলাই ২০২৫
23 বার পঠিত
রাজধানীতে ব্যবসায়ী সোহাগকে হত্যা, ইবিতে বিক্ষোভ

রাজধানীতে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার করেছে যুবদল নেতা। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বক এস এম সুইট’ র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সমন্বক গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভসহ প্রায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমরা ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চাদাবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার বিচার বিচার চাই, চাদাবাজের বিচার চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলার একজন পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল চাঁদা না দেওয়া। এ হত্যা কারা করেছে জাতির কাছে তা স্পষ্ট। আমরা হুঁশিয়ার করে বলতে চাই ২৪ উত্তর স্বাধীন বাংলাদেশের যারা চাঁদাবাজ কায়েম করতে চাইবে তাদেরকে জাতি কখনোই মেনে নেবে না। যারা একের পর এক ধর্ষণ চাঁদাবাড়ি করে যাচ্ছে তাদেরকে বলতে চাই আমরা এই বাংলাদেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আবু সাইদ মুগ্ধরা এই বাংলাদেশ করার জন্য রক্ত দেয় নাই। ইন্টেরিম গভর্নমেন্ট আপনারা আপনাদের মেরুদন্ড সোজা করুন। অন্যায়ভাবে মানুষ মারা হবে কিন্তু আপনারা তার বিচার করতে পারবেন না জনগণ তাহলে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দিবে। সুতরাং অপরাধী যেই দলেরই হোক তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে

উল্লেখ্য, রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

 

Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!