জয়পুরহাটের পাঁচবিবিতে বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এন্ড কলেজেরে নির্মানাধীন ৪তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ১ম তলার উদ্বোধন এবং ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে নাকুরগাছি কলজে প্রাঙ্গণে অনুষ্ঠতি হয়। উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতত্বি করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভীন, উপ-সহকারী প্রকৌশলী বায়োজিত বোস্তামী, নসির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মেহের নিগার শিউলি, উপজেলা আঃ লীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আঃ লীগরে সভাপতি এস কে আব্দুল হক, অত্র কলেজের সদস্য লোকমান হোসনে প্রমুখ।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা পারভীন। শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়।
Posted ৭:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher