শনিবার ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আইনী সচেতনতা বাড়াতে ইবির ল’ অ্যাওয়ারনেস সোসাইটির ক্যাম্পেইন

মানিক হোসেন, ইবি   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
80 বার পঠিত
আইনী সচেতনতা বাড়াতে ইবির ল’ অ্যাওয়ারনেস সোসাইটির ক্যাম্পেইন

তরুণ ও যুবসমাজের মাঝে আইনী সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) “ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনালাইটেন্ড সোসাইটি”। ক্যাম্পেইনে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন সংগঠনটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি। এসময় শিক্ষার্থীদের সচেতনতায় উদ্বুদ্ধ করতে আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্না ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ পাচ শতাধিক শিক্ষার্থী।

সংগঠনটির সদস্য তুহিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে নারী ও শিশু নির্যাতন এর প্রতিকার, শাস্তি, ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এর অপরাধ ও শাস্তির বিষয়ে ধারণা দেয়া হয় তাদের।

সংগঠনটির সাধারণ সম্পাদক তামান্ন ইসলাম বলেন- সমাজ ও রাষ্ট্রের সকল নাগরিকের আইন জানা ও মানা জরুরী। এছাড়াও সমাজে দিন দিন নারীর প্রতি সহিংসতা এবং মাদকাসক্ত প্রতিনিয়ত বেড়েই চলেছে। যার জন্য তরুণ সমাজের সচেতনতা অতি জরুরি। তাই তরুণ শিক্ষার্থীদের মাঝে এর পরিণাম ও ভয়াবহতা সম্পর্কে অবহিত করতেই এই আয়োজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এমন আয়োজন তরুণ ও যুবসমাজের মাঝে আইনী বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সুনাগরিক হতে সহায়তা করে। রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নতিও প্রয়োজন। আর এই উন্নতি সাধনে এমন আয়োজনের বিকল্প নেই।

উল্লেখ্য, ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সকল স্তরে আইনী সচেতনতায় কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Sangbad Dinrat |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৯ ৭০ ৯১ ১৮ ৪৫
ইমেইল: sangbaddinrat@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদনকৃত।
error: Content is protected !!