প্রবাসীরা তাদের নানা সংকট ও চ্যালেন্জের বিষয় প্রায়ই কথা বলেন, কিন্তু কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ হচ্ছে না। তাদের লাগেজ গুলো কাটা হচ্ছে তাদের মূল্যবান জিনিস গুলো অপহরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
কানাডার টরেন্টোর ড্যানফোর্থে ৩রা অক্টোবর (মঙ্গলবার) এবি পার্টির প্রবাসী কল্যাণ এর কানাডা শাখা কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
প্রবাসীদের নিয়ে এবি পার্টির স্বপ্ন , অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নে এবি পার্টির রাজনীতি ও কর্মসূচীর প্রতি প্রবাসীদের সমর্থনের আহ্বান জানান। দেশের চলমান রাজনীতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, আজকে দেশে মানুষের অধিকার হরণ করছে এই ফ্যাসিস্ট সরকার। মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সাধারণ মানুষের ভােট ও ভাতের অধিকার কেঁড়ে নিয়ে দেশের মানুষকে একটি জিম্মি পরিস্থিতিতে ফেলে দিয়েছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধে বাংলাদেশের রাজনীতিবিদদের যথাযথ ভূমিকা রাখতে অনুরোধ করেন এই নেতা।
সভাপতির বক্তব্যে মিসবাহ মন্জুর বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে। দেশে এবং বিদেশে প্রবাসীরা এই সরকারের দূর্নীতির কারণে বিভিন্ন জটিলতায় পড়ছে। সাধারণ মানুষের জীবন দূর্বিষহ করে তুলেছে সরকার। সুতরাং আমাদের সবাইকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
এবি পার্টি কানাডার সমন্বয়ক মিসবাহ মন্জুরের সভাপতিত্বে ও জয়নুল আবেদীন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী বেলায়েত আহমেদ, ফাহিন আহমেদ, সুমন আহমদ, মাহফিজুর রহমান সোহাগ, মাতাব উদ্দিন, জামিল আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল, জয়নুল আবেদীন রুম্মান, জহির উদ্দিন প্রমূখ।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher