শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই এশিয়া কাপের মাঝপথে বাংলাদেশের ফ্লাইট ধরেছিলেন মুশফিকুর রহিম। সোমবার সেই প্রতীক্ষার পালা শেষ হলো মুশফিক-মন্ডি দম্পতির। ঘর আলো করে এলো দ্বিতীয় কন্যা সন্তান।
সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছেন মুশফিকের কন্যা। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।
পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথেই মুশফিক দেশে চলে আসবেন এই কথা আগেই জানা ছিল। মুশফিক দেশে ফেরার আগেই অবশ্য জানা গিয়েছিল, তিনি বাবা হতে চলেছেন। মুশফিকের প্রথম সন্তানটি ছেলে। মুশফিকের ছেলের নাম শাহরোজ রহিম মায়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়েছেন, মহান আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দ্বারা সৌভাগ্যবান করেছেন। মা ও শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন। আমাদের জন্য দোয়া করবেন।
Posted ২:২২ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher