এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ১৯৩ রানে অলআউট হয়েছে টাইগাররা। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৯৪ রান।
আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিক ব্যাট থেকে। তাছাড়া হাফ সেঞ্চুরি পেয়েছেন সাকিবও।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে তিনে নামা লিটন কুমার দাস ১৬ রান করে হয়েছেন পাকিস্তানের দ্বিতীয় শিকার। এরপর সাজঘরে ফিরে গেছে মোহাম্মদ নাঈম শেখ। ২৫ বলে ২০ রান করেছিলেন তিনি। তবে চারে নামা সাকিব হাল ধরেন। পাঁচে নামা তৌহিদ হৃদয় ২ রানে ফিরলেও মুশফিককে নিয়ে দলকে এগিয়ে নেন সাকিব।
শেষ পর্যন্ত ৫৭ বলে ৫৩ রান করে ফেরেন সাকিব। সাতে নামা শামীম হোসেনও মুশফিককে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়ে ১৬ রানে সাজঘরে ফেরেন। ৮৭ বলে ৬৪ রান করে মুশফিক সাজঘরে ফিরলে আর কোনো টাইগার ব্যাটারই হাল ধরতে পারেননি। ৩৮.৪ ওভার ব্যাট করেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। সংগ্র থামে ১৯৩ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হারিস রউফ। নাসিম শাহর শিকার ৩ টাইগার ব্যাটার।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher