সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বগুড়া জেলা প্রবাসী ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ মে রিয়াদের একটি রেস্টুরেন্টে নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরোজ আহমেদ (নয়ন) এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ফরিদ মিয়া।
কমিটির অনুমোদন দেন সৌদি পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীজানুর রহমান ইমরান। সভাপতির স্বাক্ষর করেন ড. গোলাম হাসনাইন সোহান।
মোট ৩১ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে থানা ও ইউনিট ভিত্তিক প্রতিনিধি নিয়ে, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে দলীয় কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তাদের নিয়ে।
বগুড়া জেলা প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রবাসে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে এবং দলের সংগঠনকে সুসংহত করতে অগ্রণী ভূমিকা রাখবে।
উল্লেখ্য: এই কমিটিতে সৌদি আরবের বিভিন্ন শহরে বসবাসরত বগুড়ার প্রবাসীরা অন্তর্ভুক্ত হয়েছেন। দলীয় ঐক্য, গণতন্ত্র এবং সাংগঠনিক শক্তিকে এগিয়ে নিতে এই কমিটি অঙ্গীকারবদ্ধ।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher