বাগেরহাটের মোরেলগঞ্জে এস,আই ক্যাডেট একাডেমিতে এক অনাড়ম্বর পরিবেশে ২৭ মার্চ (বৃহস্পতিবার) সবক প্রদান, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এস.আই ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মাওঃ শাহাদাৎ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগের উপজেলা সভাপতি শফিউল আজম, বিএনপি নেতা ফরহাদ হোসেন মিলন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে সবক দান পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজসেবক সহ প্রায় ৫ শতাধিক সুধীজন অংশগ্রহন করেন।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher