যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বাবু জিরেনগাছা গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে।
আজ শনিবার (১৯ আগষ্ট ) সকালে শার্শা থানাধীন জিরেনগাছা কাশিয়াডাঙ্গা কাটাখালি ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরেনগাছা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র বহনকারী বাবুকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও তার প্যান্টের পকেট থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, চিহিৃত সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Sangbad Dinrat | Editor & Publisher