দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির খুলনা জেলার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বাপুস খুলনা জেলা শাখার আয়োজনে হোটেল টাইগার গার্ডেনে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও খুলনা জেলা শাখার সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, শেখ আজিজুল ইসলাম, কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব রতন চন্দ্র পাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক এস এম লুৎফর রহমান, খন্দকার আবুল হাসান লিমন, মো. আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান খান, মোঃ ইমরুল কায়েস, মোঃ সাইফুল ইসলাম শুভ, রাজশাহী নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহতাব উদ্দীন প্রমুখ।
এ সময় বাপুস খুলনা বিভাগ ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher