মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে খুলনা মহানগরের দুই-তৃতীয়াংশ এলাকা। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের শিববাড়ি মোড়, রয়েল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রা বাজার, নতুন রাস্তা মোড় ও বাস্তব হারা কলোনিসহ অধিকাংশ এলাকায় দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। কোথাও কোথাও জমে গেছে হাঁটু সমান পানি।
নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বিপণিবিতান ও সরকারি-বেসরকারি দফতরের সামনের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় উঠে আসায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দোকানদারদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছোট যানবাহন বিকল হয়ে পড়ে পানির নিচে, অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা আটকে যায় মাঝপথে। অনেক যাত্রীকে কোমর পানি ভেঙে চলতে হয়।
বৃষ্টির কারণে দোকানে ক্রেতা কমে গেছে, বহু দোকানে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে। ফুটপাত ও রাস্তাগুলো এমনভাবে পানিতে তলিয়ে যায় যে সাধারণ চলাচল একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।
নগরবাসীর অভিযোগ, প্রতিবছরই বর্ষায় একই চিত্র দেখা গেলেও খুলনা সিটি করপোরেশন এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত এবং টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Sangbad Dinrat | Editor & Publisher